এমনটা কী চিন্তা করা যায়, আইপিএলে কোন দল পাননি গেইল! হ্যাঁ, এবারের আসরের নিলাম শেষ হওয়ার পথে অথচ এখনো কোনো দল পাননি এই ক্যারিবীয়ন দানব। যিনি পরিচিত টি-২০'র রাজা হিসেবে।
ব্যাঙ্গালুরুতে চললো শেষ দিনের নিলাম। চড়া দামে দলগুলো কিনে নিচ্ছে তরুণ ক্রিকেটারদের। অবহেলিত হচ্ছেন গেইলের মতো হার্ডহিটাররা।শুধু গেইলই নয়, এখনে পর্যন্ত কোনো দল পাননি শ্রীলঙ্কার বোলার লাসিথ মালিঙ্গাও । নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল।
দেশের মধ্যে অবিক্রিত আছেন সম্প্রতি 'রান আউট' বিতর্কে জড়ানো হার্দিক পান্ডে,ইশান্ত শর্মাসহ আরো অনেকে।
ব্যাঙ্গালুরুতে চললো শেষ দিনের নিলাম। চড়া দামে দলগুলো কিনে নিচ্ছে তরুণ ক্রিকেটারদের। অবহেলিত হচ্ছেন গেইলের মতো হার্ডহিটাররা।শুধু গেইলই নয়, এখনে পর্যন্ত কোনো দল পাননি শ্রীলঙ্কার বোলার লাসিথ মালিঙ্গাও । নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল।
দেশের মধ্যে অবিক্রিত আছেন সম্প্রতি 'রান আউট' বিতর্কে জড়ানো হার্দিক পান্ডে,ইশান্ত শর্মাসহ আরো অনেকে।
0 comments:
Post a Comment