হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কার সঙ্গে জড়িয়েছেন নতুন সম্পর্কে? এমন প্রশ্ন অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। বেশ কিছুদিন ধরে একাকী জীবনযাপন করছেন বিশ্ব কাঁপানো এই অভিনেত্রী।
ব্রাডপিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি আজকাল কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়াতে চান না বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। এখন সন্তানদের দেখভালে বেশি সময় দিতে চান তিনি। সন্তানদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন তিনি।
এত কথা প্রচারের পরও হালে গুঞ্জন রটেছে অ্যাঞ্জেলিনা জোলি কম্বোডিয়ান চিত্রনির্মাতা এবং গীতিকার প্রাচ লির সঙ্গে আজকাল ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছেন। তবে জোলি সাংবাদিকেদের কাছে প্রাচ লিকে একজন ভালো বন্ধু বলে অভিহিত করেছেন।
ব্রাডপিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি আজকাল কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়াতে চান না বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। এখন সন্তানদের দেখভালে বেশি সময় দিতে চান তিনি। সন্তানদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন তিনি।
এত কথা প্রচারের পরও হালে গুঞ্জন রটেছে অ্যাঞ্জেলিনা জোলি কম্বোডিয়ান চিত্রনির্মাতা এবং গীতিকার প্রাচ লির সঙ্গে আজকাল ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছেন। তবে জোলি সাংবাদিকেদের কাছে প্রাচ লিকে একজন ভালো বন্ধু বলে অভিহিত করেছেন।
0 comments:
Post a Comment