দূর্গাপুরে হাসপাতালের পাশেই ‘গেস্ট হাউসে’ মধুচক্রের সন্ধান !!

Indiapost24 Web Desk:পশ্চিমবর্ধমানের শিল্পাঞ্চল দূর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগরে 
ছায়ানট সরণির একটি আবাসনে কমপ্লেইনের উপর নির্ভর করে মধু চক্রের সন্ধানে পুলিশি হানার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে | পুলিশি হানার সময় স্থানীয় বাসিন্দারাও পুলিশকে সহযোগিতা করেন | 

জানা গেছে যে ,বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালের বিপরীতে এই এলাকায় বহু বাড়ির মালিক রোগী ও রোগীর আত্মীয়দের বাড়ি ভাড়া দেন । অনেক সময় দালালরাও বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা চালায় ।  এই রকমই একটি বাড়ি ভাড়ায় নিয়েছিলেন এক দালাল । 

প্রতিবেশীরা খেয়াল করলেন, দিনের বেশিরভাগ সময়ে মূলত তরুণ তরুণীরাই ওই বাড়িতে ঢুকছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই বাড়িতে আসা কোনও ‘অতিথি’রই আত্মীয় হাসপাতালে ভর্তি নন। তবে ওই বাড়ির ভিতর কী হত আদতে? উঠে আসে চাঞ্চল্যকর সত্য।পরে খবর দেওয়া হয় পুলিসে।

আর এই ভাবে পুলিশি হানায় মধু চক্রের আসর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় মূল পান্ডা রাকেশ প্রামানিক ও তিন মহিলা ও চার পুরুষ সমেত  মোট সাতজনকে | এলাকার মানুষজন জানতেন যে , এখানে অসুস্থ মানুষদের জন্য বাড়ী ভাড়া দেওয়া হয় | দূর্গাপুরে মধুচক্রের সন্ধানে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment