নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনের পর কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ই ভি এম

মৃত্যুঞ্জয় সরদার : আগামীকালই পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ও নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রর ভোটগণনার পর দ্রুত ফলাফল ঘোষণা করা হবে। নোয়াপাড়ার উপ নিবার্চনে ব্যবহৃত সব ইভিএম গুলি ব্যারাকপুর প্রশাসনিক ভবনে রাখা হয়েছে কড়া নিরাপত্তাবলয়ে।

 ই ভি এম থাকা ঘরগুলি সিল করে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের নেতা তথ্য ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং এদিনই দাবী করেন যে,নোয়াপাড়ায় বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। একই ভাবে উলুবেড়িয়াতে বিপুল ভোটে জেতার আগাম প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের হাওড়া জেলার নেতারা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment