ডোকলামে তৈরি হচ্ছে চিনা সামরিক কমপ্লেক্স

মৃত্যুঞ্জয় সরদার :ভুটানের ডোকলামে চিনা সেনাদের সবসময় থাকার জন্যে সামরিক কমপ্লেক্স তৈরি করছে চিন। এই খবর যথেষ্ট উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির ..ভুটানও এ ব্যাপারে নির্বাক ভুমিকা নিয়েছে। জানা গেছে যে,স্যাটালাইটের মাধ্যমে যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে যে,চিনা সৈন্যরা এখানে সামরিক কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে।
 সিকিমের উভয় দিকে অবস্থিত এলাকা নিয়ে ভারত ও চিনের মধ্যে দীঘদিন ধরেই বিবাদ ও উত্তেজনা চলছিল। ভারত সরকারের পক্ষ থেকে দাবী করা হয় যে,সমস্যা মিটে গেছে। কিছু এরপরও চিন ডোকলামে যে ভাবে সেনা তৎপরতা ও চিনা সৈনিকদের থাকার জন্য নির্মাণ কাজ চালাচ্ছে তাতে উদ্বিগ্ন হওয়ার মত পরিস্থিতি বিরাজ করছে তা বলাই বাহুল্য।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment