Indiapost24 Web Desk : নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়ে মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো নেতাজী সুভাষচন্দ্র বোসের ১২১ তম জন্মশতবর্ষ | উক্ত অনুষ্ঠানে নেতাজীকে মাল্য দান ও পতাকা উত্তোলন করেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা অজয় দে | অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার সহ অনান্য ব্যাক্তিবর্গ | এদিন পশ্চিমবঙ্গ যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে শান্তিপুরের ৩০ টি ক্লাবকে ও পাশাপাশি শান্তিপুর থানাকে ট্রফি দিয়ে সম্মানিত করা হয় |
শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকারের হাতে ট্রফি তুলে দেন শান্তিপুরের পৌরসভার পৌরপিতা অজয় দে | অজয় দে আমাদের ওয়েব মাধ্যমকে জানান যে বর্তমান যুবসমাজকে আরও বেশি করে নেতাজীর আদর্শে উদ্বুদ্ধ হোয়ে দেশ গঠণের কাজে এগিয়ে আসতে হবে | আর বিশেষ করে ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে যে বিভাজনের রাজনিতী করার চেষ্টা করছে বিজেপি , তার বিরুদ্ধে সকলকে সম্প্রীতির এবং ঐক্যের বন্ধনটা আরও সুদৃঢ় করতে হবে আজকের এই পবিত্র দিনে |
শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকারের হাতে ট্রফি তুলে দেন শান্তিপুরের পৌরসভার পৌরপিতা অজয় দে | অজয় দে আমাদের ওয়েব মাধ্যমকে জানান যে বর্তমান যুবসমাজকে আরও বেশি করে নেতাজীর আদর্শে উদ্বুদ্ধ হোয়ে দেশ গঠণের কাজে এগিয়ে আসতে হবে | আর বিশেষ করে ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে যে বিভাজনের রাজনিতী করার চেষ্টা করছে বিজেপি , তার বিরুদ্ধে সকলকে সম্প্রীতির এবং ঐক্যের বন্ধনটা আরও সুদৃঢ় করতে হবে আজকের এই পবিত্র দিনে |
0 comments:
Post a Comment