সাড়ে ৩ লক্ষ টাকার জাল নোট সহ ধৃত পাচারকারী

আরিফ হোসেন, মুর্শিদাবাদ :-সাড়ে ৩ লক্ষ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোরে  বহরমপুর থানার পুলিশ ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর বহরমপুরের পঞ্চাননতলা এলাকা থেকে ওই পাচারকারীকে গ্রেপ্তার করে। 
পুলিশ জানিয়েছে, ধৃতের নাম, রবিউল শেখ,মালদা জেলার কালিয়াচকের মুসাবাড়ি গ্রামে তার বাড়ি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে তিন লাখ টাকার জালনোট। সবগুলিই দু’হাজার টাকার নোট বলে জানিয়েছে। বুধবার ধৃতকে বহরমপুর জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এতদিন ফরাক্কা, সুতি, সামশেরগঞ্জ , লালগোলা এলাকায় জালনোট পাচারের জাল বিস্তার করে কারবার চালাচ্ছিল পাচারকারীরা। এবার জেলা সদর বহরমপুরে জালনোট চক্র ঢুকে পড়ায় জেলা পুলিশের কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে সঙ্গে ওই জাল নোট পাচার চক্রের সঙ্গে এলাকার কে বা কারা জড়িত তা জানতে তদন্তে নেমেছে বহরমপুর থানার পুলিশ।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment