৭ মাসের শিশুর ফুসফুসে এলইডি বাল্ব!!

মহারাষ্ট্রের রত্নাগিরির চিপলুন এলাকার ৭ মাসের মেয়ে আরিবা খান ভুগছিল টানা জ্বর ও কাশিতে ,তারপর পরিস্থিতির অবনতির জেরে বাবা-মা  তাকে নিয়ে যান স্থানীয় চিকিৎসকের কাছে কিন্তু সেখানে রোগের কারণ না ধরা পড়ায় সপ্তাহখানেক পর তাকে নিয়ে আসা হয় মুম্বাইয়ের প্যারেলের বাই ওয়াদিয়া হাসপাতালে,এক্সরে-তে ধরা পড়ে, ডান ফুসফুসে আটকে রয়েছে একটা কিছু। চিকিৎসকরা তার ব্রঙ্কোস্কোপি করেন। অ্যান্টিবায়োটিক দিয়ে কমানো হয় সংক্রমণ। আর একটি ব্রঙ্কোস্কোপি করে দেখা যায়, ফুসফুসের মধ্যে আটকে রয়েছে একটি বাল্ব। সাঁড়াশি দিয়ে ২ মিনিটের মধ্যে তা বার করে আনা হয়।

বাবা-মা জানতেন না ৭ মাসের মেয়ে আরিবা খেলনা মোবাইল ফোন নিয়ে খেলতে খেলতে ২ সেন্টিমিটার ব্যাসের ওই বাল্বটি কখন ও কবে গিলে ফেলে। এখন সে ভাল ও নিরাপদ আছে।


Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment