একি বললেন রণবীর!!দীপিকার চেয়েও নাকি তার পছন্দের বস্তু অন্য কিছু

রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা পাড়ুকোনের প্রেমের কথা জানে গোটা বলিউড। শোনা গেছে , গত ৫ জানুয়ারি প্রেমিকা দীপিকার জন্মদিনে শ্রীলংকায় নাকি তাদের আংটি বদলও হয়ে গেছে।
কিন্তু সেই দীপিকার চেয়েও নাকি রণবীরের পছন্দের বস্তু রয়েছে। সেটা হল তার দাড়ি। এই দাড়ির কাছেই নাকি মনের সব কথা খুলে বলেন বলিউডের সুপার বয় রণবীর। দীপিকার চেয়ে দাড়িই নাকি তার কাছে বেশি পছন্দের!   
সূত্রের খবর, সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশানে পারফর্ম করতে গিয়ে রণবীর এমন কথাই জানিয়েছেন। অনুষ্ঠানে এক খুদে ভক্ত অভিনেতার দাড়ি সম্পর্কে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে রণবীর দাড়ির প্রতি তার বিপুল ভালবাসার কথা জানিয়েছেন।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment