মানবতার মমতায় মজেছে কাইজার

Indiapost24 Web Desk:উপঢৌকন দিয়ে ক্যামেরার সামনে দেখা যায় তথাকথিত সব সমাজসেবীকে কিন্তু ক্যামেরার আড়ালে খুব কম মানুষই আছে আমাদের সমাজে যাদেরকে দেখা যায় অন্তর দিয়ে জাতি-ধর্ম-বর্ণ গ্রাম-শহর নির্বিশেষে প্রকৃতপক্ষে সমাজসেবা করতে | আর এমনই এক হটাৎ দৃশ্য ধরা পরলো "ইন্ডিয়া পোষ্ট ২৪"এর ক্যামেরায় | এদিন ভাঙ্গর ১ নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্রকে নিয়ে ভাঙ্গর ১ নম্বর ব্লকের সভাপতি কাইজার আহমেদ এসছিলেন নলমুড়ি ব্লক স্বাস্থ কেন্দ্রে রোগীর বাড়ীর আত্মীয়দের বসার জন্য বিশ্রামাগার উদ্বোধন করতে | 

হসপিটাল চত্বরে ঘুরতে ঘুরতে হঠাৎ তাঁর চোখে পরে এক অসহায় দুঃস্থ আদিবাসী মহিলা উদ্ভ্রান্তের মত দাঁড়িয়ে আছে | কাছে গিয়ে  সমস্যার কথা জানতে চাইলে অসহায় দুঃস্থ মহিলা কিংকর্তব্যবিমূঢ় হয়ে কিছুক্ষন  তাকিয়ে থাকে,তাঁরপর সম্বতি ফিরলে অসহায় মহিলাটি অশ্রুসজল চোখে জানায় ডাক্তার তাঁকে কলকাতায় যেতে বলেছে , কিন্তু তাঁর কাছে কোন টাকা নেই | তার এই করুণ আর্তি কে সম্মান জানাতে তৎক্ষণাৎ ভাঙ্গর ১ নম্বর ব্লকের সভাপতি নয় মানবহিতৈষী মনোভাবের কাইজার  নিজ পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স এর ব্যাবস্থা করে দেন আর সঙ্গে প্রয়োজনীয় পরিমানে টাকা ওই আদিবাসী মহিলার হাতে তুলে দিয়ে গোপনে তাঁর সমাজসেবার ও মানবিকতার প্রকৃত পরিচয় দিচ্ছিলেন কিন্তু  "ইন্ডিয়া পোস্ট ২৪"  এর ক্যামেরায় সেই দৃশ্য আসায় এই সব কিছু ঘটতে বাধ্য হলো জনসমক্ষে   |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment