তৃণমূলের সঙ্গ ছাড়তে পারেন বাইচুং ভুটিয়া

NNS : প্রখ্যাত ফুটবলার ও বিগত লোকসভা নির্বাচনে দার্জিলিং  কেন্দ্রে তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়ার সংগে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়ছে | তাই বাইচুং ভুটিয়া তৃণমুল ছেড়ে আগামী লোকসভা নির্বাচনে সিকিম থেকে নির্বাচনের চিন্তাভাবনা চালাচ্ছেন | 

সিকিমের ক্ষমতাসীন ও বিমল গুরুং এর বন্ধু দল সিকিম ডেমোক্রেটিভ ফ্রণ্টের সঙ্গে তিঁনি কথাবার্তা চালাচ্ছেন সূত্রের খবর | গত লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্রে শিলিগুড়ির মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য্যের বিরুদ্ধে লড়ে বাইচুং হেরে যায় |

তাই এবার তৃণমূলের সংগ ছেড়ে এসডিএফ এর সংগে যোগাযোগ রেখে চলেছেন সূত্রের খবর |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment