NNS.DELHI :কেন্দ্ৰীয় গোয়েন্দা এজেন্সিগুলি ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবস পালনের আগে নয়াদিল্লীতে জঙ্গী হানার সম্ভাবনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে |উত্তরপ্রদেশের মথুরা থেকে এক সন্দেহভাজন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয় |তাকে জেরা করে নিরাপত্তা এজেন্সিগুলি জানতে পেরেছে দিল্লির অক্ষরধাম মন্দির ও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সীমান্তপার জঙ্গীরা নাশকতার টার্গেট করেছে |
জানা গেছে ,ধৃত সন্দেভাজন ব্যাক্তিকে মথুরা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় |তার দুজন সিঙ্গ দিল্লিতেই লুকিয়ে রোয়েছে বলে মনে করছে পুলিশ ও গোয়েন্দা কর্তারা |তাদের সন্ধানে অপারেশন চলছে |
জানা গেছে ,ধৃত সন্দেভাজন ব্যাক্তিকে মথুরা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় |তার দুজন সিঙ্গ দিল্লিতেই লুকিয়ে রোয়েছে বলে মনে করছে পুলিশ ও গোয়েন্দা কর্তারা |তাদের সন্ধানে অপারেশন চলছে |
0 comments:
Post a Comment