মৃত্যুঞ্জয় সরদার: দক্ষিন ২৪ পরগনার জেলার বাংলাদেশ সীমান্তবর্তী বাসন্তীর হেঁতালখালী আদিবাসী টুসুমেলায় দুপুর ২.৩০ টা নাগাত কয়েক জন দুষ্কৃতিকারীরা আচমকা এসে গুলি চালায়, ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ পাশাপাশি হাসান লস্কর নামে ৩৫ বছর এর যুবকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আসতেই,সেই সময় এক দুষ্কৃতী পুলিশকেও লক্ষ্য গুলি করে বলে অভিযোগ প্রতক্ষদর্শীদের । স্থানীয় সুত্রে আরো জানাযায় যে ঘটনাটি শেষেদিকে তৃনমুলের গোষ্ঠীদ্বন্দ্বের আকার নেয় । এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায়.. ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার অরিজিৎ সিনহা ও মহকুমা পুলিশ আধিকারিকও আসেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment