Indiapost24 Desk:
সুপ্রীম কোর্টের ঐতিহাসিক রায় ও লোকসভায় তিন তালাক বিরোধী বিল পাশ হওয়ার পর ও তিন তালাক দেওয়ার ঘটনা অব্যাহত রোয়েছে |
উত্তরপ্রদেশের বেরিলিতে এক মুসলিম বিবাহিত মহিলা অভিযোগ করেছে যে ,পন দিতে না পারায় তার স্বামী তাকে তিন তালাক দিয়েছে |এই মহিলার নাম তারান্নুম |মহম্মদ রফিকের সঙ্গে ২০১৬ সালে মে মাসে তার নিকাহ হয় |
তারান্নুমের অভিযোগ যে ,নিকাহের পর থেকেই তার স্বামী ও পরিবারের অন্য সদস্যরা তার ওপর পনের দাবিতে অত্যাচার চালায় |তারপর তাকে তার স্বামী তিন তালাক দেন |এর বিরুদ্ধে সরব হয়েছেন ঐ বিবাহিত মুসলিম মহিলা |
সুপ্রীম কোর্টের ঐতিহাসিক রায় ও লোকসভায় তিন তালাক বিরোধী বিল পাশ হওয়ার পর ও তিন তালাক দেওয়ার ঘটনা অব্যাহত রোয়েছে |
উত্তরপ্রদেশের বেরিলিতে এক মুসলিম বিবাহিত মহিলা অভিযোগ করেছে যে ,পন দিতে না পারায় তার স্বামী তাকে তিন তালাক দিয়েছে |এই মহিলার নাম তারান্নুম |মহম্মদ রফিকের সঙ্গে ২০১৬ সালে মে মাসে তার নিকাহ হয় |
তারান্নুমের অভিযোগ যে ,নিকাহের পর থেকেই তার স্বামী ও পরিবারের অন্য সদস্যরা তার ওপর পনের দাবিতে অত্যাচার চালায় |তারপর তাকে তার স্বামী তিন তালাক দেন |এর বিরুদ্ধে সরব হয়েছেন ঐ বিবাহিত মুসলিম মহিলা |
0 comments:
Post a Comment