এবার রাজ্য জুড়ে টিভি ও ইন্টারনেটের কেবল যাবে ভূগর্ভ দিয়ে

মৃত্যুঞ্জয় সরদার :মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে  এবার রাজ্য জুড়ে টিভি চ্যানেল ও  ইন্টারনেট পরিষেবার কেবল মাটির নীচে দিয়ে নিয়ে যাওয়া হবে। রাজ্যের ১২৬টি পুরসভা এবং ৬ টি  পুরনিগম এলাকাতেই এই ব্যবস্থা করা হবে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, পাশাপাশি এও বলেন মুখ্যমন্ত্রী এই কেবল মাটির তলা দিয়ে করার নির্দেশ দিয়েছেন। গ্রিন সিটি প্রকল্পের আওতায় সমস্ত পুরসভায় এই কাজ করা হবে। 
মাইক্রো টানেলিং ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প করা হবে। তার মধ্য দিয়ে কেবলগুলি নিয়ে যাওয়া হবে। খুব শীঘ্রই এবিষয়ে পুরসভাগুলি, এমএসও এবং কেবল অপারেটরগুলি সঙ্গে বৈঠক করা হবে। এই কাজ করার জন্য কেবল অপারেটর, টেলিকম সংস্থা বা এমএসওদের পুরসভাকে একটা টাকা দিতে হবে। পাশাপাশি তাদের এই বিষয়ে কিকি দাবি আছে তাও শোনা হবে ।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment