বেবি বাম্প ঢাকার জন্যই ওড়না ব্যবহার করছেন প্রীতি?

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা স্বামী সংসার নিয়ে ব্যস্ত থাকার কারণে দীর্ঘদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন। সবশেষ ২০১৩ সালে ‘ইশক ইন প্যারিস’ ছবিতে দেখা গেছে তাকে।
সম্প্রতি মুম্বাইয়ের সুবুরবানে ক্যামেরাবন্দি হন প্রীতি। এ সময় তার পরনে ছিলো একটি ঢিলেঢালা প্রিন্টের পোশাক। হাতে হ্যান্ডব্যাগ, চোখে চশমা। এরপর থেকেই শুরু হয় তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।তবে এ অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন উস্কে দিয়েছে তার কালো ওড়না। ধারণা করা হচ্ছে, বেবি বাম্প ঢাকার জন্যই ওড়না ব্যবহার করছেন প্রীতি।
পাঁচ বছর মন দেয়া-নেয়ার পর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি প্রেমিক জেনে গুডেনাফকে বিয়ে করেন প্রীতি।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment