ত্রিপুরায় 6 বুথে শান্তিতে আবার ভোট!!!


Indiapost24 Web Desk : ত্রিপুরা বিধানসভার ছটি কেন্দ্রে মোট ছয়টি বুথে আজ আবার ভোট নেওয়া হলো। এই কেন্দ্রগুলিতে 18 ফেব্রুয়ারি নির্বাচনের দিন অনিয়মের অভিযোগ তুলেছিল ত্রিপুরার শাসকদল সিপিএম । এই 6টি  বিধানসভা কেন্দ্র হলো মানিক সরকারের কেন্দ্র ধনপুর, সোনামুড়া, কদমতলা- কুর্তি, আমপি নগর, সাবরুম। আজ শান্তিতে ও কড়া নিরাপত্তায় ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment