স্নেহাশিষ মুখার্জি :মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুপ্রেরণায় ও তাঁর আদর্শকে সামনে রেখে ও পাথেয় করে বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে এগিয়ে চলেছে কলকাতার ব্লক ' বি 'য়ের বাঙুর এভিনিউর বাঙুর শ্রেয়সী নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন |
আজ এই বাঙুর শ্রেয়সী ( ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বাঙুর এভিনিউ শ্রী সুভাষ শিক্ষা সদন (হিন্দি ) প্রাথমিক বিভাগ স্কুলের ১৫০ পিছিয়ে পড়া অভাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য প্রয়োজনীয় বই,খাতা,পেন্সিল,রবার,পেন ও একটি করে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেয়া হয় |
উক্ত স্বেচ্ছাসেবী সংগঠণের কর্নধার ও সম্পাদক সুজিত ঘোষ আমাদের মাধ্যমকে জানান সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রাণ্তে আমাদের এইরকম কর্মসূচী চলে এবং দুঃস্থ অসহায় গরীব মানুষদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি | এই ধরণের কর্মসূচীর মধ্য দিয়ে যে কি অনাবিল আনন্দ উপভোগ করে থাকি তা ভাষায় প্রকাশ করতে পারব না | আর সর্বশেষে সাধারণ মানুষজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমরা পাশে পেয়ে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে পেরেছি |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি লেকটাউন থানার শ্রী সুপ্রিয় দাশ , পুর পিতা শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্য, পুর মাতা শ্রীমতি দীপ্তি রায় ও সমাজের বেশ কয়েকজন গুণী ও বুদ্ধিজীবী মানুষেরা |
আজ এই বাঙুর শ্রেয়সী ( ফ্লাইং মেশিন ) স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে বাঙুর এভিনিউ শ্রী সুভাষ শিক্ষা সদন (হিন্দি ) প্রাথমিক বিভাগ স্কুলের ১৫০ পিছিয়ে পড়া অভাবী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য প্রয়োজনীয় বই,খাতা,পেন্সিল,রবার,পেন ও একটি করে মিষ্টির প্যাকেট হাতে তুলে দেয়া হয় |
উক্ত স্বেচ্ছাসেবী সংগঠণের কর্নধার ও সম্পাদক সুজিত ঘোষ আমাদের মাধ্যমকে জানান সারা বছর ধরে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রাণ্তে আমাদের এইরকম কর্মসূচী চলে এবং দুঃস্থ অসহায় গরীব মানুষদের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করছি | এই ধরণের কর্মসূচীর মধ্য দিয়ে যে কি অনাবিল আনন্দ উপভোগ করে থাকি তা ভাষায় প্রকাশ করতে পারব না | আর সর্বশেষে সাধারণ মানুষজন ও বিশিষ্ট ব্যাক্তিত্বদের আমরা পাশে পেয়ে অনুষ্ঠানটিকে সার্থক করে তুলতে পেরেছি |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই সি লেকটাউন থানার শ্রী সুপ্রিয় দাশ , পুর পিতা শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্য, পুর মাতা শ্রীমতি দীপ্তি রায় ও সমাজের বেশ কয়েকজন গুণী ও বুদ্ধিজীবী মানুষেরা |
0 comments:
Post a Comment