পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্তে সিবিআই !!!


NNS : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১১ হাজার কোটির টাকার প্রতারণা কেলেঙ্কারি নিয়ে তদন্তের ভার দেওয়া হলো সিবিআইকে | যারা এই ঘটনায় জরিত দোষীদের খুঁজে বের করতে তৎপরতা বাড়ানো হোয়েছে | সিবিআইয়ের কাছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে মুম্বাইয়ের গুজরাটি ব্যবসায়ী নীরব মোদীর নামে অভিযোগ দায়ের করা হোয়েছে বলে সূত্রের খবর | এরই পাশাপাশি একটি জুয়েলারি সংস্থার নামেও সিবিআইএর কাছে অভিযোগ দায়ের করা হোয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment