NNS : ১৪ ঐ ফেব্রুয়ারি কলকাতায় হিন্দু সংহতির সমাবেশের পর সংগঠণের সভাপতি তপন ঘোষ সহ চার জনকে অশান্তি ছড়ানোর দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে | আদালত তাঁদের আগামীকাল পর্যন্ত্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন | এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ যে - বিজেপি -আরএসএসকে বিরোধিতা চালাতেই নাকি তৃনমূল কংগ্রেস মদত যোগাচ্ছে হিন্দু সংহতিকে | দিলীপ ঘোষের প্রশ্ন যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত বা বিজেপির কোন নেতার সমাবেশ করতে রাজ্য প্রশাসন অনুমতি দেয় না , সেখানে হিন্দু সংহতি কিভাবে সমাবেশ করার সহজ অনুমতি পায় | আরএসএসের বহিঃস্কৃত হিন্দু সংহতির নেতা তপন ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন যোগাযোগ আছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য শীর্ষ নেতারা |
পুলিশ হেফাজতেই হিন্দু সংহতির নেতা !!!
NNS : ১৪ ঐ ফেব্রুয়ারি কলকাতায় হিন্দু সংহতির সমাবেশের পর সংগঠণের সভাপতি তপন ঘোষ সহ চার জনকে অশান্তি ছড়ানোর দায়ে পুলিশ গ্রেপ্তার করেছে | আদালত তাঁদের আগামীকাল পর্যন্ত্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন | এদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ যে - বিজেপি -আরএসএসকে বিরোধিতা চালাতেই নাকি তৃনমূল কংগ্রেস মদত যোগাচ্ছে হিন্দু সংহতিকে | দিলীপ ঘোষের প্রশ্ন যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত বা বিজেপির কোন নেতার সমাবেশ করতে রাজ্য প্রশাসন অনুমতি দেয় না , সেখানে হিন্দু সংহতি কিভাবে সমাবেশ করার সহজ অনুমতি পায় | আরএসএসের বহিঃস্কৃত হিন্দু সংহতির নেতা তপন ঘোষের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপন যোগাযোগ আছে বলেও অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য শীর্ষ নেতারা |
0 comments:
Post a Comment