চীট গেট কাণ্ডে আগরপাড়ায় হানা !!!


Indiapost24 Web Desk : চীট গেট কাণ্ডে এবার সিবিআই আগরপাড়ায় এক ব্যাবসায়ীর বাড়ীতে তল্লাশি চালায় | উত্তর ২৪ পরগণার ব্যারাকপুর শিল্পাঞ্চলে আগারপাড়ার নীলগঞ্জ  রোডে একটা আবাসনে তল্লাশি চলছে |
আজ সকাল থেকে এই তল্লাশি অভিজান শুরু করে সিবিআই | সূত্রের খবর মত চীট গেট কাণ্ডের তদন্তে কলকাতা ও কলকাতার লাগোয়া শহরতলির বিভিন্ন এলাকায় সিবিআইএর ১৬ টি দল এই অভিযান চালাচ্ছে | আগরপাড়ার আবাসনে চীট গেট কাণ্ডে যুক্ত ব্যবসায়ীর বাড়ীতে হানা দেয় সিবিআইএর একটা দল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment