স্নেহাশিস মুখার্জী:আজ কুচবিহারের ল্যান্সডাউন হলে খাদ্য সরবরাহ দপ্তর আয়োজিত ২০১৭ -১৮ খরিফ মরশুমে দুই জেলা কুচবিহার ও আলিপুরদুয়ার এর ধান্য-ক্রয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় | সভার মূল উদ্দেশ্য ছিল ধন্য ক্রয় সেন্টার গুলোর সারা বছরের রিভিউ করা | আর সেই রিভিউর মাধ্যমে আবারো ধান্য-ক্রয় করার উদ্দেশ্যেই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এদিনের এই প্রশাসনিক বৈঠকের আয়োজন করেন |
এছাড়া এই আলোচনা সভায় সমবায় সমিতি ও সেল্ফ-হেল্প গ্ৰুপ গুলি থেকে মীলমালিকদের বিরুদ্ধে বাট্টা বিষয়ক যে বিশেষ অভিযোগ ওঠে সেই বাট্টা সম্পর্কিত অভিযোগটি খতিয়ে দেখার পাশাপাশি সমাধানের জন্য খাদ্য মন্ত্ৰী জ্যোতিপ্রিয় মল্লিক প্রশাসনিক স্তরে জেলাশাসক সহ মন্ত্রীদের ও বাকি দলীয় কর্মীদের নির্দেশ দেন..
সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ,কুচবিহারের জেলাশাসক কৌশিক সাহা , আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক,জেলা পরিষদের সভাপতি , জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা , কুচবিহার জেলার মহিলা তৃণমুলের সভাপতি সুচিস্মিতা দত্ত , জেলার এমপি ,এমএলএ-রা, কম বেশি প্রতিটা ব্লকের বিডিও ,সমবায় সমিতি সহ বাকি প্রশাসনিক আধিকারিক বৃন্দরা |
এছাড়া এই আলোচনা সভায় সমবায় সমিতি ও সেল্ফ-হেল্প গ্ৰুপ গুলি থেকে মীলমালিকদের বিরুদ্ধে বাট্টা বিষয়ক যে বিশেষ অভিযোগ ওঠে সেই বাট্টা সম্পর্কিত অভিযোগটি খতিয়ে দেখার পাশাপাশি সমাধানের জন্য খাদ্য মন্ত্ৰী জ্যোতিপ্রিয় মল্লিক প্রশাসনিক স্তরে জেলাশাসক সহ মন্ত্রীদের ও বাকি দলীয় কর্মীদের নির্দেশ দেন..
সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ,কুচবিহারের জেলাশাসক কৌশিক সাহা , আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলাশাসক,জেলা পরিষদের সভাপতি , জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা , কুচবিহার জেলার মহিলা তৃণমুলের সভাপতি সুচিস্মিতা দত্ত , জেলার এমপি ,এমএলএ-রা, কম বেশি প্রতিটা ব্লকের বিডিও ,সমবায় সমিতি সহ বাকি প্রশাসনিক আধিকারিক বৃন্দরা |
0 comments:
Post a Comment