হৃদরোগেই মৃত্যু শ্রীদেবীর!!!


NNS :বলিউডের অতীতের শীর্ষ নায়িকা শ্রীদেবী দুবাইয়ে এক হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ফরেনসিক রিপোর্টে জানানো হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই শ্রীদেবীর মৃত্যু হয়।
এই মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা নেই। শ্রীদেবীর দেহে দ্বিতীয়বার আর কোন ময়নাতদন্ত হবে না বলেই জানিয়ে দিয়েছে দুবাই প্রশাসন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment