NNS:অমিত শাহ ও আরএসএসের রাজনৈতিক গেরুয়া দুর্গ রাজস্থানে জয়ধ্বজা কংগ্রেসের | স্বাভাবিক ভাবেই কপালে ভাঁজ বিজেপি নেতৃত্বের | বিজেপির আঁতুর ঘর রাজস্থানে এবার বড় ধাক্কার
মুখে বসুন্ধরা রাজে সরকার | সেরাজ্যে আজমীর , আলেয়ার , মন্দারগড়ে উপ-নির্বাচন পকেটে পুরে ফেলেছে রাজস্থানে শচীন পাইলটের নেতৃত্বাধীন কংগ্রেস | শচীন পাইলট বলেছেন জাতীয় রাজনিতীতে এই ফলের বিশাল প্রতিক্রিয়া ঘটবে | শচীন পাইলটের নেতৃত্বে জয় উৎসব শুরু হয়ে গেছে সারা রাজস্থান জুড়ে |
এদিকে মন্দালগড়ে অবশ্য বিজেপি প্রার্থী শক্তি সিং হুদার সংগে কিছুটা লড়াই হলেও শেষ হাসি হাসলেন কংগ্রেসের বিবেক ধাকর | গণনা শুরু প্রথম থেকেই এগিয়ে ছিল কংগ্রেস | ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে গুজরাট বিধানসভায় কংগ্রেসের নয়া উত্থান নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরে | রাজস্থানে বিজেপির হারের পর দলের বিক্ষুব্ধরা আরও তৎপর হয়ে মোদি -অমিত শাহদের বিরোধিতা চালাবেন মনে করছে রাজনৈতিক মহল |
আবার এদিকে রাজস্থানে ধাক্কা খাওয়ার পাশে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রয়াত তৃনমূল সাংসদ সুলতান আহমেদের বিধবা পত্নী সাজদা আহমেদ বিশাল ব্যাবধানে তাঁর নিকটতম বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে পরাজিত করেছেন | এই কেন্দ্রে তৃনমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৭ ,৫৯ ,২০৭ টি ভোট | দ্বিতীয় স্থানে হাওড়া গ্রামীন জেলার সভাপতি বিজেপির প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন ২ ,৮৯ ৪৫৬ টি ভোট | তৃতীয় স্থানে সিপিএমএর সাবিরুদ্দিন মোল্লা | তাঁর প্ৰাপ্ত ভোট ১ ,৩৫ ,৮২৯ এবং সর্বশেষে চতুর্থ স্থানে কংগ্ৰেসের মুদারসার হোসেনের প্ৰাপ্ত ভোট ২২ ,৯০৪ টি | ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় মিছিল শুরু হয়ে যায় |
মুখে বসুন্ধরা রাজে সরকার | সেরাজ্যে আজমীর , আলেয়ার , মন্দারগড়ে উপ-নির্বাচন পকেটে পুরে ফেলেছে রাজস্থানে শচীন পাইলটের নেতৃত্বাধীন কংগ্রেস | শচীন পাইলট বলেছেন জাতীয় রাজনিতীতে এই ফলের বিশাল প্রতিক্রিয়া ঘটবে | শচীন পাইলটের নেতৃত্বে জয় উৎসব শুরু হয়ে গেছে সারা রাজস্থান জুড়ে |
এদিকে মন্দালগড়ে অবশ্য বিজেপি প্রার্থী শক্তি সিং হুদার সংগে কিছুটা লড়াই হলেও শেষ হাসি হাসলেন কংগ্রেসের বিবেক ধাকর | গণনা শুরু প্রথম থেকেই এগিয়ে ছিল কংগ্রেস | ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে গুজরাট বিধানসভায় কংগ্রেসের নয়া উত্থান নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলেছে গেরুয়া শিবিরে | রাজস্থানে বিজেপির হারের পর দলের বিক্ষুব্ধরা আরও তৎপর হয়ে মোদি -অমিত শাহদের বিরোধিতা চালাবেন মনে করছে রাজনৈতিক মহল |
আবার এদিকে রাজস্থানে ধাক্কা খাওয়ার পাশে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রয়াত তৃনমূল সাংসদ সুলতান আহমেদের বিধবা পত্নী সাজদা আহমেদ বিশাল ব্যাবধানে তাঁর নিকটতম বিজেপি প্রার্থী অনুপম মল্লিককে পরাজিত করেছেন | এই কেন্দ্রে তৃনমূলের সাজদা আহমেদ পেয়েছেন ৭ ,৫৯ ,২০৭ টি ভোট | দ্বিতীয় স্থানে হাওড়া গ্রামীন জেলার সভাপতি বিজেপির প্রার্থী অনুপম মল্লিক পেয়েছেন ২ ,৮৯ ৪৫৬ টি ভোট | তৃতীয় স্থানে সিপিএমএর সাবিরুদ্দিন মোল্লা | তাঁর প্ৰাপ্ত ভোট ১ ,৩৫ ,৮২৯ এবং সর্বশেষে চতুর্থ স্থানে কংগ্ৰেসের মুদারসার হোসেনের প্ৰাপ্ত ভোট ২২ ,৯০৪ টি | ভোটের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় মিছিল শুরু হয়ে যায় |
0 comments:
Post a Comment