কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে মুকুল খাস তালুকেই কয়েক দিন আগে গত বারের বীজপুর বিধান সভার বিজেপি প্রার্থী আলোরানী সরকার ঘাসফুল তলে আসে ৷তারপর পঞ্চায়েত ভোটের মুখে বাম বিধায়কের আজকে এই ভাবে তৃনমূলে যোগদান করিয়ে বামেদের রাজনৈতিক দুশ্চিন্তার পাশাপাশি সাংগঠনিক দুর্বলতাও আরো কয়েক গুন্ বাড়িয়ে দিলো বলে মনে করছেন পর্যবেক্ষক মহল ৷
এদিন মঞ্চ থেকে নেতা ধীরেন্দ্র নাথ লায়েক বললেন মমতা ব্যানার্জীর উন্নয়ন এর একজন সৈনিক হেসাবে তিনি এই দলে যোগদান করলেন এবং আগামীতে জেলার মানুষের উন্নয়নের কথা ভেবেই তার এই যোগদান ৷
0 comments:
Post a Comment