ধর্মস্থলে লাউড স্পিকার বন্ধ হোক বললেন জাভেদ আখতারও !!!



মৃত্যুঞ্জয় সরদার : সোনু নিগমের পর এবার জাভেদ আখতার। বলিউডের বিখ্যাত প্রবীন গীতিকার জানালেন  ধর্মীয়স্থলে লাউড স্পিকার ব্যবহার করা  উচিত নয়। গতবছর, লাউডস্পিকার মাধ্যমে ধর্মোপদেশ দেওয়ার বিরুদ্ধে ফতোয়া টুইটাকে সোচ্চার হয়েছিলেন সোনু নিগম। যার জেরে বলিউডের এই গায়ক এর বিরুদ্ধে ফতোয়া জারি করেন কলকাতার এক মৌলবী। এবার একই ভাবে ধর্মীয়স্থলে লাউড স্পিকার ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন জাভেদ আখতার।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment