সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে কুনাল ঘোষ !!!


Indiapost 24 Web Desk  : সুপ্রিম কোর্ট গতকাল কুণাল ঘোষের জামিন বৈধ ও তা বহাল বলে জানিয়েছেন | একথা কুণাল ঘোষ তাঁর ফেস বুক পোস্টে লিখে জানিয়েছেন | ঐ পোস্টে তিঁনি জানান শুনানির পর এদিন মানণীয় বিচারপতি চেলমেস্বর এবং বিচারপতি কৌর তাঁদের এই সিদ্ধান্ত জানান | কুণাল আরও জানান এর আগে কলকাতা হাই কোর্টে তাঁর জামিন মঞ্জুর করেছিল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment