Indiapost24 Web Desk :এবার দূর্গা পূজা আসতে এখনও আট মাসের ওপর সময় বাকি | এরইমধ্যে তৃনমূল নেতা তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুর পূজা বলে খ্যাত শ্রীভূমি স্পর্টিং ক্লাব এবছরে তাঁদের থীম জানিয়ে দিলেন | সুজিত বসু নিজেই একথা জানালেন | গতবছর শ্রীভূমির পূজায় বাহুবলীর থীম করে বাজিমাত করা হোয়েছিলো | এবার সব ঠিক থাকলে তাদের থীম হবে পদ্মাবতী | স্বাভাবিক ভাবেই তুলে ধরা হবে চিতোর দুর্গ |
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment