জঙ্গিপুর মহকুমায় সামসেরগঞ্জ থানার কামাত ক্ষেতে প্রচূর বিস্ফোরক উদ্ধার

Indaipost24 web desk : পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্ত জেলা মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সামশেরগঞ্জ থানার কামাত ক্ষেতে পুলিশি অভিযানে ব্যাপক বিষ্ফোরক উদ্ধার হল | এরমধ্যে রয়েছে আই ই ডি তৈরির সরঞ্জাম , ২০০ কেজি এমোনিয়াম নাইট্রেট , টিফিন বক্স , ল্যাপটপ , ডিটোনেটর আজই বোম্ব স্কয়ারের সদস্যরা ঘটনাস্থলে এসে বিস্ফোরকগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে |

 সম্প্রতি কলকাতা পুলিশের এসটিএফ শাখা দুজন জেএমবি জঙ্গীকে বুদ্ধ গয়ার বিষ্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার করে | তাদের জেরা করেই কামাত ক্ষেতে এই বিষ্ফোরক উদ্ধার করা হোয়েছে বলে সূত্রের খবর | উক্ত ঘটনায় দুজন মধ্যবয়স্ক যুবককে গ্রেপ্তার করা হয় | 

এদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা বলে দাবী পুলিশ সূত্রের | এই বিষয়ে আমরা মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহার সঙ্গে যোগাযোগ করলে তিঁনি আমাদেরকে জানান - জঙ্গিপুর মহকুমায় আমরা হাই এলার্ট করে দিয়েছি , এই বিষয়ে পুলিশ সতর্ক থাকছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment