চীনা নির্মাতা শাওমি এবার সরাসরি স্মার্টফোন থেকেই ছবি প্রিন্ট করার জন্য প্রিন্টার আনছে ।
অন্যান্য ক্ষুদ্র প্রিন্টারের মত এটি কালিবিহীন জিংক পেপার প্রযুক্তির নয়, বরং সরাসরি কালিকে বাষ্পে পরিণত করে কাজ করে। যার ফলে প্রিন্টারটি অন্যান্য ক্ষুদ্র প্রিন্টারের চেয়ে অনেক ভালোমানের ছবি উপহার দিতে সক্ষম।
এছাড়াও প্রিন্টারটি পুরোটাই হাতে বা পকেটে রেখে দেয়া সম্ভব। ইঙ্কজেট প্রযুক্তির হবার ফলে ছবিগুলো সময়ের সঙ্গে নষ্টও হয়ে যাওয়ার আশঙ্কা নেই, যে সমস্যা জিংক পেপার প্রযুক্তির প্রিন্টারে রয়েছে।প্রিন্টারটি স্মার্টফোনের সঙ্গে ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত হবে।
সূত্রের খবর অনুযায়ী, ডিভাইসটির মূল্য ২০০ ডলারের আশপাশে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য ক্ষুদ্র প্রিন্টারের মত এটি কালিবিহীন জিংক পেপার প্রযুক্তির নয়, বরং সরাসরি কালিকে বাষ্পে পরিণত করে কাজ করে। যার ফলে প্রিন্টারটি অন্যান্য ক্ষুদ্র প্রিন্টারের চেয়ে অনেক ভালোমানের ছবি উপহার দিতে সক্ষম।
এছাড়াও প্রিন্টারটি পুরোটাই হাতে বা পকেটে রেখে দেয়া সম্ভব। ইঙ্কজেট প্রযুক্তির হবার ফলে ছবিগুলো সময়ের সঙ্গে নষ্টও হয়ে যাওয়ার আশঙ্কা নেই, যে সমস্যা জিংক পেপার প্রযুক্তির প্রিন্টারে রয়েছে।প্রিন্টারটি স্মার্টফোনের সঙ্গে ওয়াইফাই এর মাধ্যমে সংযুক্ত হবে।
সূত্রের খবর অনুযায়ী, ডিভাইসটির মূল্য ২০০ ডলারের আশপাশে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
0 comments:
Post a Comment