স্নেহাশিষ মুখার্জি :
রাস্তার বেহাল দশা,আর তার জেরেই নিত্যদিন ঘটে চলেছে ছোট খাটো দুর্ঘটনা ,আর নিত্য যাত্রীদের পোহাতে হচ্ছে নানা সমস্যার | এই ভাবে ভোগান্তির চরম দিশায় এসে অবশেষে 34 নম্বর জাতীয় সড়ক সারাই এর দাবিতে পথ অবরোধ করলো এলাকাবাসীরা | মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার গোবিন্দপুর বাজার এলাকা সংলগ্ন এলাকায় |
অবরোধ কারীদের অভিযোগ,গত 2015 সাল থেকে শান্তিপুরের গোবিন্দপুর অঞ্চলে 34 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা |এক নজরে দেখলে বোঝার উপায় নেই রাস্তাটি জাতীয় সড়ক না কি প্রত্যন্ত গ্রামের কোনো ইটের রাস্তা |অভিযোগ উঠছে ,এই খারাপ রাস্তার কারণে রোজ এই এলাকায় ছোট বড় দুর্ঘটনা তো লেগেই আছে,সাথে আছে ধুলোবালির উপদ্রব |
স্থাণীয় কংগ্রেসের প্রাক্তন উপপ্রধান পরেশ বিশ্বাস অভিযোগ করেন নামেই ৩৪ নম্বর জাতীয় সড়ক , ভারতবর্ষের কোথাও এরকম রাস্তা নেই যেখানে ৩৪ নম্বর জাতীয় সড়কে ইঁট দিয়ে রাস্তা তৈরি করা হয় | বাচ্চারা সব গৃহবন্দী ,গাড়ী গেলেই যে পরিমান ধুলো বালি ওড়ে,তাতে শাসকষ্টে অসুস্থ্য হয়ে পড়ছে এলাকাবাসী |শুধু তাই নয়,জীবাণু যুক্ত এই সব ধুলোবালির কারণে এলাকায় ক্ষতির সম্মুখীন খাবার থেকে ফল ও সবজি বিক্রেতা সবাই | জাতীয় সড়কের উন্নয়নের খাতে যে টাকা কেন্দ্রীয় সরকার বরাদ্দ করে সেই টাকা সঠিক কার্যক্ষেত্রে প্রয়োগ না হয়ে কিছু মুনাফা লোভী দালাল চক্রের হাতে পড়ে সেই টাকা অপব্যাবহার হওয়ার ফলে আজকে রাস্তারএই দূরাবস্থা বলে তিনি সরাসরি দাবী করেন
| সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার হওয়া উচিত বলে মনে করেন এলাকাবাসীরা | স্থানীয় মানুষের আর ও অভিযোগ,দীর্ঘ তিন বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি |আর এর পরই মঙ্গলবার সকালে গোবিন্দপুর বাজারে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গোবিন্দপুর এলাকার বাসিন্দারা ও ব্যবসায়ীরা |
প্রায় দীর্ঘ এক ঘন্টা অবরোধ চলার পর শান্তিপুর থানা এবং রাণাঘাট এসডিপিওর মধ্যস্থতায় এলাকাবাসীদের ধূলোর হাত থেকে রক্ষা করতে রাস্তায় জল দেবার নিদান দেওয়া হয় এবং এলাকাবাসীকে আশ্বস্ত করা হয় যে উর্দ্ধতন কর্তৃপক্ষের এ বিষয়ে অতিসত্বর দৃষ্টি আকর্ষণ করা হবে ,এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রয়জনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয় | এর পরই অবরোধ উঠে যায় , তবে অবরোধ কারীদের দাবি,অবিলম্বে রাস্তা সারাই না হলে পরবর্তী দিনে আরও বড় আন্দোলনের পথে নামবেন গোবিন্দপুর বাসীরা |
0 comments:
Post a Comment