গাড়ি চালাতে চালাতে ফোন দেখলেই ধরা হবে চালক কে

NNS : মুর্শিদাবাদের বালিরঘাটের মর্মান্তিক দুর্ঘটনার মত আর কোন এইরূপ দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার এক অভিনব উদ্যোগ নিয়েছে | উল্লেখ্য গত ২৯ তারিখে মুর্শিদাবাদের দৌলতাবাদে বাস ড্রাইভারের দোষে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে | দূর্ঘটনাগ্রস্থ বাসটির চালক মোবাইল কানে দিয়ে বাসটি চালাচ্ছিল বলে গুরুতর অভিযোগ ওঠে |

এতে মৃত্যু হয় ৪৩ জন আরোহির | এরপরেই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যাত্রী সুরক্ষার খাতিরে সরকারী বাসে ফোন ব্যাবহার করা যাবে না | কলকাতা পুলিশের তরফ থেকে জানান হোয়েছে  কানে ফোন দিয়ে কোন চালককে দেখা গেলে কলকাতা ট্রাফিক পুলিশের হোয়াটস্যাপ নম্বর ৯৯০৩৫৮৮৮৮৮ যোগাযোগ করতে | 

সঙ্গে জানাতে বলা হোয়েছে গাড়ির নম্বর , ঘটনাস্থল , কোন দিনের ঘটনা | যাঁরা পাঠাবেন ছবি সহ তথ্য , তাঁদের জন্য পুরস্কারের ব্যাবস্থা করা হোয়েছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment