রাহুল সিনহার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়

স্নেহাশিষ মুখার্জি :বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্ৰাক্তন সভাপতি তথা বর্তমান দলের অন্যতম সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা এবার সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃনমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে রাজনৈতিক আক্রমণ শুরু করেছেন | তাঁর সরাসরি অভিযোগ যে সরকারের টাকা খরচ করে সরকারি অনুষ্ঠানকে দলীয় কাজে ও প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদির বিরোধিতায় কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় | 

রাহুল সিনহার অভিযোগ যে সরকারি সফরের নামে জেলা সফরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পঞ্চায়েত নির্বাচন ও ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ভোট লুটের পরিকল্পণা করছেন | রাহুল সিনহার অভিযোগ যে , পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে রোয়েছেন | তাই নির্বাচন শীতকালে না করে পিছিয়ে দিলেন | দল ও সরকারকে এক করে তিঁনি এখন পরিকল্পণা করছেন কিভাবে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ও সন্ত্রাসের মাধ্যমে ভোট লুট করা যায় | 

প্রসঙ্গতঃ উল্লেখ্য যে ১৯ শে ফেব্রুয়ারি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করছেন | মুর্শিদাবাদ , মালদহ , দক্ষিণ দিনাজপুর সফরের পর আজ উত্তর দিনাজপুরের হেমতাবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসাশনিক সভায় অংশ নেন | আবার এদিকে রাজনৈতিক মহল মনে করছেন যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ গোষ্ঠীর সঙ্গে রাহুল সিনহা গোষ্ঠীর দন্দ্ব ও সংঘাতের কারণে মমতা বিরোধিতাকে সামনে রেখেই  রাহুল সিনহা লাইম লাইট এ আসতে চাইছেন |

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment