নরেন্দ্রমোদীকে অভুতপুর্ব আক্রমণ আইপিএস সঞ্জীব ভাটের !!!


NNS : গুজরাট ক্যাডারের আইপিএস সঞ্জীব ভাট এবার সরাসরি প্রধাণমন্ত্রী নরেন্দ্রমোদীকে নীরব মোদী , মেহুল চাকসীদের 'গডফাদার ' বলে আখ্যা দিয়ে তাঁর নিজস্ব টুইটার হেন্ডেল থেকে আক্রমণ শানান সঞ্জীব ভাট | সঞ্জীব ভাট একটা বংশপঞ্জি এঁকে দেখিয়েছেন যে  শিল্পমহলের চোর , দুর্নীতিবাজরা কে কার সঙ্গে আত্মীয়তা সম্পর্কে জুরে আছেন | কে নেই সঞ্জীব ভাটের এই চাঞ্চল্যকর তালিকায় | তালিকায় আদানি গোষ্ঠির কর্তারা থেকে শুরু করে নীরব মোদী , মেহুল চকশিরা থাকার পাশে রয়েছেন আম্বানি ভাইরা থেকে শিল্পপতি মেহেতা পরিবার ও সম্প্রতি গ্রেপ্তার হওয়া রোটম্যাক  মালিক বিক্রম কোঠারিয়া | 

       
সঞ্জীব ভাট তাঁর পোষ্ট করা বংশপঞ্জিতে প্রধাণমন্ত্রী নরেন্দ্রমোদীকে সবচেয়ে উপরে রেখেছেন এমনকি তাঁর দাবী যে এইসব ঋণ খেলাপি , দুর্নীতিবাজ শিল্পপতিদের গডফাদার প্রধাণমন্ত্রী নরেন্দ্রমোদি স্বয়ং | পোষ্টে কেপ্সান লিখতে গিয়েও নরেন্দ্রমোদীকে তীব্র ভাষায় আক্রমণ চালান গুজরাটে ক্যাডারের প্রাক্তণ আইপিএস সঞ্জীব ভাট | তিঁনি লিখেছেন যে ' ভাল যে তাঁর ঔরসজাত সন্তান নেই ' না হলে দেশের অর্থনীতি একেবারে ধসে যেত | সঞ্জীব ভাট এর সঙ্গে গোধরা দাঙ্গার পর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্রমোদীর সম্পর্ক তেতো হয়ে যায় | গোধরা দাঙ্গায় নরেন্দ্রমোদীর বিরুদ্ধে আদালতে হলফনামা দায়ের করেছিল সঞ্জীব ভাট | 

           এরপর তাঁকে ২০১৫ সালে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছিলো | এই সঞ্জীব ভাট ই গুজরাট দাঙ্গার পর নরেন্দ্রমোদী , অমিত শাহ দের আদালতে টেনে এনেছিলেন | সঞ্জীব ভাট এর চাঞ্চল্যকর পোষ্ট নিয়ে বিজেপি কোন প্রতিক্রিয়া না জানালেও তাঁর পোষ্টে যে বিরোধিরা সহমত পোষণ করেন তা গুজরাটের একাধিক বিরোধি নেতার বক্তব্যেই প্রকাশ হয়ে পরেছে |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment