তৃনমূল নেত্রী বিধায়কের জীবনাবসান !!!


Indiapost24 Web Desk  : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার বিধায়ক কস্তুরী দাস আজ দুপুর ১.১৫ মিনিট নাগাদ কলকাতার এক বেসরকরি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান | মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর |

       তিঁনি মহেশতলা কেন্দ্র থেকে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছেন | তাঁর স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস সংবাদ মাধ্যমকে জানান যে , গত বুধবার রাতে তাঁর স্ত্রী কস্তুরী দাস হৃদরোগে আক্ৰান্ত হন | প্রাথমিকভাবে বাড়ীতে চিকিৎসার পর কলকাতায় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় | 

    আই সি ইউতে থাকা কস্তুরী দাসের আজ জীবনাবসান হয় | এদিন বিধানসভায় তাঁর মরদেহ নিয়ে আশা হলে বিভিন্ন দলের তরফে তাঁকে শেষ শ্রদ্ধা জানান হয় | কস্তুরী দাসের জামাতা হলেন কলকাতার মেয়র তথা রাজ্যের দমকল মন্ত্ৰী শোভনদেব চট্টোপাধ্যায় |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment