কারমেল স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতন অভিযুক্ত শিক্ষককে গনধোলাই !!!



মৃত্যুঞ্জয় সরদার : জিডি বিড়াল পর ফের নামী স্কুলে খুদে পড়ুয়াকে যৌন নির্যাতনের  অভিযোগ আর এই অভিযোগকে ঘিরে আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠতে থাকে দেশপ্রিয় পার্কের কারমেলাস স্কুলের জুনিয়র বিভাগ। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালীন অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুলের ভিতরে আটকে পড়া পড়ুয়াদের বের করে আনতে যায় তারা। কিন্তু  অভিভাবকদের অভিযোগ, পড়ুয়াদের বের করার নামে যৌন নিগ্রহে অভিযুক্ত নাচের শিক্ষককে পুলিশ বের করে নিয়ে যায়। সেই সময় অভিযুক্তের উপর চড়াও হয় বিক্ষোভকাদীরা। পুলিশের সঙ্গে  অভিভাবকদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। টালিগঞ্জ থানার ওসি ও অ্যাডিশনাল ওসির উপর হেলমেট নিয়ে চড়াও হয় কয়েকজন। হেলমেটর আঘাতে আহত হন দুই পুলিশ অফিসার।
স্কুলের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment