মায়াবতী দেবগৌড়ার জোট অস্বস্তিতে কংগ্রেস শিবির !!!



NNS:কংগ্রেস শাসিত কর্ণাটক বিধানসভায় নির্বাচন এগিয়ে আসার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয়তা বাড়ছে | এরই মধ্যে কর্ণাটক নির্বাচনী প্রচারে নেমে পরেছেন একদিকে নরেন্দ্র মোদী , অন্যদিকে রাহুল গাঁধী | অধিকাংশ মিডিয়ার সমীক্ষায় কর্ণাটকে ' ঝুলন্ত বিধানসভায় ' আভাস দেওয়া হোয়েছে |
     যদিও কর্ণাটক নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব , এমনকি কংগ্রেস হাই কম্যান্ড যে আত্মবিশ্বাসী তা বলাই বাহুল্য | তবে কংগ্রেস নেতৃত্ব প্রাক্তণ প্রধাণমন্ত্রী এইচডি দেবগৌড়ার জনতা দল ও মায়াবতীর বিএসপির নাটকীয় আঁতাতে যঠেষ্ট বিশ্মিত  ও অস্বস্তিতে |
          অন্যদিকে বিজেপি তৃতীয় জোটের চেষ্টায়  খুশী | তাঁরা মনে করছেন যে দেবগৌড়া , মায়াবতীর আঁতাত কংগ্রসের ভোট ব্যাঙ্ক বিশেষ করে দলিত ভোট ব্যাঙ্ককে থাবা বসালে আখেরে লাভ হবে গেরুয়া শিবিরের | এমনটা মনে করছে রাজনৈতিক মহল |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment