‘ড্রামা কুইন’ রাখির প্রশ্নের উত্তর এখনও দেননি বিরাট কোহলি

সাম্প্রতিক বিরাট কোহলির বিয়ের খবর শোনার পরই একবার সোশ্যাল সাইটে মত প্রকাশ করেন  রাখি সাওয়ান্ত। আর বলেন, বিরাট ও অানুশকার বিয়ের খবর পাওয়ার সময়ে তিনি শৌচালয়ে ছিলেন। তাই কমোডে বসা নিজের একটি সেলফি পোস্ট করেন এবং ইতিমধ্যে  বিভিন্ন সময় বিভিন্ন বিষয় মতামত ও খোলাখুলি কথা-বার্তা বলে বহু চর্চিত  এই অভিনেত্রী।

কিন্তু সে ছবি এবং কমেন্টে কোনো প্রতিক্রিয়া দেননি বিরাট-আনুশকা। তবে সে ছবিটি বিতর্কের সৃষ্টি করেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারো বিরাটকে নিয়ে ফের মন্তব্য করলেন রাখি।

সম্প্রতি বিরাট কোহলির একটি ছবিতে মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। সেখানে বিরাটকে উদ্দেশ্য করে রাখি প্রশ্ন করেন, ‘বিরাট বেবি সুইটহার্ট হানিমুন কি হয়ে গেছে?’ 

রাখির এই প্রশ্নের উত্তর দেননি বিরাট কোহলি। এমনকি কোনো টু-শব্দও করেননি। অর্থাৎ রাখির এসব মন্তব্য নিয়ে কোনো মাথা ব্যাথা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের। তবে টেলিভিশনের ‘ড্রামা কুইন’-এর ওই মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে বলে সূত্রের খবর ।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment