বিহারে বিজেপি নেতাকে সাসপেন্ড করলো দল !!!


NNS : বিহারের মুজাফরপুরে গাড়ী চাপা দিয়ে নয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজনৈতিক তীব্র প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত্য বিজেপির বিহার রাজ্য নেতৃত্ব দলীয় নেতা মনোজ বৈঠাকে ৬ বছরের জন্য বহিস্কার করতে বাধ্য হলেন | জানা গেছে যে , মদ্যপ অবস্থায় স্কুলের বাচ্চাদের ওপর এস ইউ ভি গাড়ী চালিয়ে দেওয়ার অভিযোগ ছিল এই বহিষ্কৃত বিজেপি নেতার বিরুদ্ধে | ঘটনার স্থলেই ৯ জন শিশুর মৃত্যু হয় | কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী থেকে আর জে ডি নেতা তেজেস্বর প্রসাদ যাদব ঐ নেতার বহিঃস্কার ও গ্রেপ্তারের দাবী তুলেছিলেন |
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment