NNS- কংগ্রেসের আগে সিপিএম এর এখন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দলের রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে | আগামীকাল সিপিএমএর উত্তর চব্বিশ পরগনা জেলা সম্মেলন | উত্তর ২৪ পরগণা সিপিএম সিতারাম ইয়েচুরির জোটপন্থি লাইনে পক্ষে |
এদিকে সিপিএমএর কলকাতা জেলা সম্মেলনে কারাতপন্থীও জোট বিরোধীরা বিজয়ী হবার পর আরও চারটি জেলা বর্ধমান পূর্ব , বর্ধমান পশ্চিম , জলপাইগুড়ি , ও মুর্শিদাবাদ জেলাতেও জোট বিরোধী করাতপন্থীরা সরব বলেই জানা গেছে | এরফলে জোটপন্থী রাজ্য নেতৃত্ব যথেষ্ট রাজনৈতিক চাপে বলেই মনে করা হচ্ছে |
এদিকে সিপিএমএর কলকাতা জেলা সম্মেলনে কারাতপন্থীও জোট বিরোধীরা বিজয়ী হবার পর আরও চারটি জেলা বর্ধমান পূর্ব , বর্ধমান পশ্চিম , জলপাইগুড়ি , ও মুর্শিদাবাদ জেলাতেও জোট বিরোধী করাতপন্থীরা সরব বলেই জানা গেছে | এরফলে জোটপন্থী রাজ্য নেতৃত্ব যথেষ্ট রাজনৈতিক চাপে বলেই মনে করা হচ্ছে |
0 comments:
Post a Comment