NNS:রাজস্থানে সাম্প্রতিক উপনির্বাচন গুলিতে বিজেপি জোর ধাক্কা খাওয়ায় মোদী ম্যাজিক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে | মোদী শিবির শুধু রাজস্থান নয় , মধ্যপ্রদেশ , ছত্রিশগড়েও প্রতিষ্ঠান বিরোধী তীব্র হাওয়া নিয়ে বেজায় চিন্তায় রোয়েছেন |
এরই মধ্যে রাজস্থানের বিজেপি রাজ্য ইউনিটের ওবিসি শাখা রাজ্যে নেতৃত্ব পরিবর্তণের আরজি জানিয়ে দলের সভাপতি অমিত শাহকে গোপন চিঠি দিয়েছেন | তাঁদের বক্তব্য মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের কাজে খুশি নয় রাজস্থানের কৃষক সহ নানাস্তরের মানুষ | বর্তমান নেতৃত্বকে দিয়ে যে আগামী বিধানসভা নির্বাচনে রাজস্থান জয় সম্ভবপর হবে না খোলাখুলি এই চিঠিতে দলের জাতীয় নেতাদের জানান হয়েছে |
0 comments:
Post a Comment