Indiapost24 Web Desk: কেন্দ্রের মোদী সরকারের একাধিক জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধে সামিল হয় সিপিএমএর যুব সংগঠন ডিওয়াইএফআই | পশ্চিমবঙ্গে একাধিক রেলরুট বন্ধের ভাবনা , একাধিক ডিভিশনে ২ হাজারের বেশি রেলকর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত রেলের একাধিক বিভাগের বেসরকারিকরণ ও অবসাররাপ্ত কর্মীদের ফের নিয়োগের প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচী পালিত হয় |
আজ সকালে সাড়ে এগারোটা নাগাদ পূর্ব রেলের দক্ষিণ শাখার ঢাকুরিয়ায় রেল অবরোধ শুরু করেন সিপিএমএর যুব সংগঠণের সদস্যরা | অবরোধের বিরোধিতা করে তৃনমূল সংঘাতে গেলে পুলিশ এসে ব্যাবস্থা গ্রহণ করে | রাজ্যের বিভিন্ন অংশ থেকে ডিওয়াইএফআই এর রেল অবরোধের খবর পাওয়াগেছে |
0 comments:
Post a Comment