একটি লুঙ্গির মূল্য ৭০০০ টাকা অবাক লাগলেও সত্য !!!

মাত্র একটি  লুঙ্গির মূল্য সাত হাজার টাকা। আর সেই লুঙ্গি আবার মিলছে জারার মতো বিশ্বখ্যাত স্প্যানিশ ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্রে। অবাক মনে হলেও ঘটনা কিন্তু সত্য।

ভারতবর্ষ ও বাংলাদেশের পুরুষদের কাছে লুঙ্গি ব্যাপক জনপ্রিয়। টিউব আকৃতির এই পোশাকটি কোমরে পেঁচিয়ে সামনে একটা গিঁট দিয়ে পরতে হয়। শুধু দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব এশিয়া নয়, আরব বিশ্ব বা পূর্ব আফ্রিকার কোনো কোনো দেশেও লুঙ্গির চল আছে। 


গরম এবং আর্দ্র আবহাওয়ার দেশে লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর হয় না। দামও খুব বেশি নয়, কয়েক ডলার মাত্র। ভারতে ও বাংলাদেশে দেড় শ থেকে দুই শ টাকায় লুঙ্গি মেলে। ব্র্যান্ডের লুঙ্গির দাম কিছুটা বেশি, তবু হাজার টাকার মধ্যে পাওয়া যায়। 

পোশাক বিক্রির জগতে জারার অভিজ্ঞতা 44 বছরের। বিশ্বের বিভিন্ন দেশে ব্র্যান্ডটি
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment