বেরিগোপালপুর তদলীপুরের সেতু নির্মাণ কাজ শুরু

Indiapost24 Web Desk:ইছামতী নদীর উপর বেরিগোপালপুর তদলীপুর এর কাঠের তৈরী সেতুটিই ছিল একমাত্র বনগাঁ ও বসিরহাট মহকুমার প্রত্যন্ত দুটি এলাকা গাইঘাটা ও স্বরূপনগরের মধ্যে যোগাযোগের এক মাত্র ভরসা কিন্তু কিছু দিন যাবৎ তা ভেঙে পড়ায় দৈনন্দিন জীবনে এক চলমান সমস্যা হয়ে পড়ে হাজার হাজার মানুষের কাছে | যদিও কাঠের তৈরি তবুও কয়েক হাজার মানুষের ছিল দৈনন্দিন পারাপার, আর এই সেতুটার ওপর নির্ভর করে  স্থানীয় মানুষের ব্যাবসা বাণিজ্য ,স্কুল,কলেজ,হাসপাতাল যাওয়ার  মত তৎকালীন গুরুত্বপুর্ণ পরিষেবা | 
তাই বর্তমান মানুষের এই সব সমস্যার কথা মাথায় রেখে উত্তর ২৪ পরগনা  জেলা কর্তৃপক্ষ জেলার তহবিল  থেকে ৬০ লক্ষ্ টাকা ব্যয় করে থেকে বিদ্যাধরী ড্রেনেজ ডিভিশনের পক্ষ থেকে এই ভাঙা সেতুটির নির্মাণ কাজ শুরু করলো আজ  | 


উত্তর চব্বিশ পরগণার কার্যকরী সভাপতি তথা জেলা পূর্ত কর্মোদ্যক্ষ  নারায়ণ গোস্বামী আমাদেরকে জানান সেতুটি ভাঙার পর এটা স্থানীয় মানুষের জন্য একটা বড়ো  সমস্যা হয়ে দাঁড়ায়  |কাঠের ব্রিজটি ৩ বছর আগে তৈরি হলেও কচুরিপানা আর নদীর আবর্জনা জমে গিয়ে কাঠের ব্রিজটি  নষ্ট হয়ে যায় সেহেতু আমরা মানুষের সমস্যা দূরীকরণের জন্য নতুন ভাবে বেশ শক্ত পোক্ত ভাবে  ব্রিজটা আবারও তৈরি করছি | গাইঘাটা ও স্বরূপনগর বাসিরা এই ব্রিজের মাধ্যমে আবারও যাতে সহজে যাতায়াত করতে পারে ,পাশাপাশি এলাইনমেন্ট এর পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করতে হলো যা খুবই আবশ্যক ছিল বলে জানালেন তিনি  | 

আজ আরো উপস্থিত ছিলেন বনগাঁও দক্ষিণের বিধায়ক সুরজিত বিশ্বাস,স্থানীয় বিডিও ও জেলাপরিষদের ইঞ্জিনিয়াররাও  |যদিও পিডব্লু সূত্র থেকে জানা গেছে যে ১৯ কোটি  টাকা ব্যয় করে খুব শীঘ্রই এই বেরিগোপালপুর তদলীপুর সেতুটি ঢালাই করে তৈরি হবে এবং তিন থেকে ৪ বছর এর মধ্যে তা সম্পূর্ণ হবে.স্বভাবতই এহেন কাজে এলাকা বাসীদের মধ্যে এক খুশির মহল তৈরী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল   .. 



Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment