NNS : আজ সংসদে অর্থ মন্ত্রী অরুণ জেটলির পেশ করা কেন্দ্ৰীয় বাজেটের পরই দাম বাড়তে চলছে টিভি মোবাইলের | মোবাইল ফোনের উপর কাস্টম ডিউটি বারিয়ে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হোয়েছে | এদিন বাজেট পাশের সময় মোদি সরকারের পক্ষ থেকে মহাত্মা গান্ধির জন্মবার্ষিকী পালনে বিশেষ কমিটি গঠন ও এরজন্য ১৫০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হোয়েছে |
অরুণ জেটলির পেশ করা বাজেটে মিউচুয়াল ফান্ডে ১০ শতাংশ কর বসানোর প্রস্তাব করা হোয়েছে | এক বছরের বেশি লগ্নি করা হলে ১৫ শতাংশ কর বসবে বলে জেটলি জানান | বয়স্ক নাগরিকদের ৫০ হাজার টাকার উপর সুদে কোন আয়কর দিতে হবে না জেটলি জানান | মোদি সরকারের বাজেটে ব্যাক্তিগত আয়করের ক্ষেত্রে কোন পরিবর্তণের কথা জানান হয়নি |
অরুণ জেটলির পেশ করা বাজেটে মিউচুয়াল ফান্ডে ১০ শতাংশ কর বসানোর প্রস্তাব করা হোয়েছে | এক বছরের বেশি লগ্নি করা হলে ১৫ শতাংশ কর বসবে বলে জেটলি জানান | বয়স্ক নাগরিকদের ৫০ হাজার টাকার উপর সুদে কোন আয়কর দিতে হবে না জেটলি জানান | মোদি সরকারের বাজেটে ব্যাক্তিগত আয়করের ক্ষেত্রে কোন পরিবর্তণের কথা জানান হয়নি |
0 comments:
Post a Comment