কংগ্রেসের অস্তিত্ব সংকটে বাংলায় , শুভেন্দুর হাত ধরে ফের ভাঙ্গন অধীরের খাস তালুকে!!

Abu Selim Ahmed : পশ্চিমবাংলায় কংগ্রেসের ভাঙ্গন যে অব্যাহত তা এবারে আরও একবার প্রমান করে দিল বাংলার সবুজ বিপ্লবের জনক প্রয়াত আবদুস সত্তরের পরিবারের সদস্য ভাগ্নে আমিনুল ইসলাম তৃণমূল কংগ্রেসে জোগ দান | তিনি অতীতে প্রদেশ কংগ্রেস কমিটিরও সদস্য ছিলেন , এ ছাড়া সাগরদিঘি বিধানসভা কেন্দ্র দু -দু বার ভোটে লড়াইও করেছিলেন | কিন্তু এদিন সাগরদিঘী তে রাজ্য সরকারের উন্নয়ন মানুষের ঘরে ঘরে পৌঁছানোর উদ্দেশ্যে এক সভায় উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ও মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক  শুভেন্দু অধিকারী, জেলার মন্ত্রী জাকির হোসেন সহ জেলা নেতা মোঃ আলী , মোঃ সোহরাব , সগির হোসেন , আবু সুফিয়ান , সভাপতিত্ব করেন সাগরদীঘির বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কং সভাপতি সুব্রত সাহা | 


প্রচুর জন সমাগমের সুযোগকে কাজে লাগিয়ে জেলা সভাপতি সুব্রত সাহা ও শুভেন্দু অধিকারীর হাত ধরে দলে যোগ দান করেই আমিনুল ইসলাম কংগ্রেসকে সিপিএমএর দোসর বলে আক্রমন করেন | শুভেন্দু অধিকারী উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আসল কংগ্রেস বলে আখ্যা দেন | এদিনের সভায় একদা অধীরগড়ে কাতারে কাতারে তৃণমূল  কংগ্রেস  সমর্থকদের ভীড় আরোও এক বার শুভেন্দু অধিকারীর পর্যবেক্ষক দক্ষতার পাশাপাশি  তার সাংগঠনিক দক্ষতারই যে প্রমান দিলো সে বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক মহলও একমত |  
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment