‘জিরো’র পর ‘ডন-৩’

২০০৬ সালে ‘ডন’ ছবিতে শাহরুখের অভিনয় ছাড়িয়ে গেছে সব কিছুকে। এরপর ২০১১ সালে মৌলিক গল্পে ‘ডন-২’, ‘ডন’ হিসেবে ভক্তদের মনে পাকাপাকিভবে জায়গা করে নেয় শাহরুখ। 

‘ডন’ সিরিজের প্রথম পর্বের পাঁচ বছর বাদে দ্বিতীয় পর্ব মুক্তি দেওয়া হলেও তৃতীয় পর্বের কোনো দেখা নেই। অবশেষে ভক্তদের জন্য সুখবর এসেছে। 

টাইমস অব ইন্ডিয়ার খবর সূত্রে , ‘জিরো’ ছবির পর ‘ডন-৩’ ছবির কাজে হাত দেবেন শাহরুখ।

ডন সিরিজের দুটি ছবি পরিচালনা করেছেন ফারহান আক্তার। ‘ডন-৩’ ছবিটিও তাঁরই পরিচালনা করার কথা রয়েছে। শাহরুখ বর্তমানে ‘জিরো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে বামন চরিত্রে দেখা যাবে শাহরুখকে। 

ছবিতে তিনি ছাড়াও আরো অভিনয় করছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। বড়দিন উপলক্ষ করে চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment