NNS : কেন্দ্ৰীয় সরকারের বাজেটে রাষ্ট্রপতি , উপরাষ্ট্রপতি , ও রাজ্যপালদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অরুণ জেটলি | একইসঙ্গে তিঁনি জানিয়েছেন যে সাংসদদের বেতনও পাঁচ বছর অন্তর পরিবর্তিত হবে | তবে তা নির্ভর করবে মুদ্রা স্ফীতির উপর | অরুণ জেটলি জানান যে , দুটি বীমা সংস্থা শেয়ার বাজারে আসছে |
0 comments:
Post a Comment