বলিউড সুপারস্টার আমির খান প্রথম প্রেম সম্পর্কে কি বললেন !!!


বলিউড সুপারস্টার আমির খান জানিয়েছেন প্রথম প্রেমের সম্পর্কে। তার প্রথম প্রেম স্ত্রী রিনা দত্ত নয়, অন্য কেউ ছিলেন। সোশ্যাল মিডিয়ায় আমির খান নিজেই তার প্রেমের কথা স্বীকার করেছেন। এদিন  ভক্তদের কাছে নিজের ‘পেহলা নেশা’র স্মৃতি জানালেন তিনি।

তিনি জানিয়েছেন, বয়স যখন ১০ তখন তিনি প্রথম প্রেমে পড়েন। টেনিস কোচিংয়ের প্রায় ৪০-৫০ জন বাচ্চাদের দল ছিল। সেখানেই প্রথম আমির সেই মেয়েটিকে দেখেন। মেয়েটি সেখানে টেনিস খেলতে আসতো। দিন রাত তিনি শুধু তার কথা ভাবতেন।

আমিরের সিনেমা 'জো জিতা ওহি সিকান্দার' গানের লাইন 'উড়তা হি ফিরু' গান একদম সঠিক ছিল। মনে মনে আমির সেই মেয়েটিকে ভালোবাসতেন। কিন্তু কখনও সাহস করে তার হৃদয়ের কথা বলেননি।

সম্প্রতি আমির খানের তাঁর ভক্তদের জন্য একটি টুইট করেছেন। তার কারণে আমিরের টেনিস খেলা ভালো হয়েছিল। অনেক অনুশীলন করতেন। প্রথমে আসতেন এবং শেষে যেতেন। দেড় বছর পর সেই মেয়েটি এবং তার পরিবার শহর ছেড়ে চলে যান।

Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment