এখনও ‘সিঙ্গল’ বলেই দাবি পিসির

কারও সঙ্গে কি কখনও সম্পর্কে জড়িয়েছেন? নাকি, একা একাই সময় কাটাচ্ছেন তিনি? সম্প্রতি এমনই এক প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা জানিয়েছেন, হলিউডে গিয়ে কারও সঙ্গে সম্পর্কে জড়াননি তিনি।

 গুঞ্জন প্রায়শই শোনা যেত বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, শুধু তাই নয় পিসির জন্যই নাকি শাহরুখের সঙ্গে গৌরির সম্পর্কও এক সময় খারাপ হয় বলে শোনা যায়। 

এবারও সেই সমস্ত বিতর্ককে পাশে রেখেই মার্কিন মুলুকের ম্যাগাজিনে সাক্ষাত্কারে দিলেন। আর সেখানেই প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়েছেন, কোয়ানটিকোর কোনও অভিনেতার সঙ্গেই সম্পর্ক নেই তার। তিনি এখনও ‘সিঙ্গল’ বলেই দাবি করেছেন।
Share on Google Plus Share on Whatsapp



0 comments:

Post a Comment